একুশের প্রতিচ্ছবি
পর্ব ২: ২১ ফেব্রুয়ারি – রাজপথে আগুন
![]() |
চিত্র- একুশের রক্তাক্ত দুপুর |
বর্ণনা:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সকাল থেকেই ঢাকার রাজপথে উত্তেজনার চূড়ান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়েছে আমতলা ও কার্জন হলের সামনে। পূর্ব ঘোষিত ১৪৪ ধারা ভেঙে তারা রাস্তায় নামার সিদ্ধান্ত নেয়। তাদের কণ্ঠে একটাই দাবি—“রাষ্ট্রভাষা বাংলা চাই।” শ্লোগানে শ্লোগানে কেঁপে উঠছে শহরের বাতাস।
ছাত্রদের এই প্রতিবাদকে দমন করতে পুলিশ ব্যারিকেড দেয়। কিন্তু সেই ব্যারিকেড শুধু বাঁশ আর কাঁটাতারে গড়া ছিল না—তা ছিল শাসকের স্বৈরশক্তির প্রতীক। ছাত্ররা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় সাহসের মশাল হাতে। এক সময় গুলির নির্দেশ আসে। মুহূর্তেই ছিন্নভিন্ন হয় কিশোর বুক, রক্তে ভেসে যায় রাজপথ।
সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর—এদের রক্তে লেখা হয় ইতিহাসের এক গৌরবগাঁথা অধ্যায়। দুপুরটা আর শুধু দুপুর থাকে না—তা হয়ে ওঠে রক্তাক্ত একুশ, বাঙালির আত্মত্যাগের প্রতীক। ছাত্রদের রক্তস্নাত মুখ, ছিন্নফাটা জামা, আর ঝাঁঝালো শ্লোগানে ফুটে ওঠে এক ভাষার জন্য আত্মত্যাগের অপরূপ দৃশ্য।
এই দিনটি ছিল কেবল প্রতিবাদ নয়—ছিল জন্ম এক জাতিসত্তার। ভাষার অধিকারের জন্য জীবন দেয়ার এমন দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। একুশে ফেব্রুয়ারি তাই শুধু তারিখ নয়, এ এক চেতনা, এক অহংকার, এক স্বাধীনতার পূর্বাভাস।
Comments
Post a Comment