পর্ব ১. জন্ম প্রতিবাদের ছাত্র সমাবেশ | একুশের প্রতিচ্ছবি | SM Mahfuj Alam

একুশের প্রতিচ্ছবি

পর্ব ১. জন্ম প্রতিবাদের ছাত্র সমাবেশ

বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদের প্রতিবাদ সমাবেশ—তাদের হাতে স্লোগান লেখা প্ল্যাকার্ড, দৃঢ় মুখাবয়ব ও উত্তপ্ত পরিবেশ প্রতিরোধের সূচনা নির্দেশ করে।
চিত্র- প্রতিরোধের সূচনা

বর্ণনা:

১৯৫২ সালের এক সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর যেন ইতিহাসের গর্ভে জন্ম নিচ্ছিল এক নতুন অধ্যায়ের। বটতলার নিচে জমায়েত হয়েছে একদল তরুণ ছাত্র। কারো চোখে উদ্বেগ, কারো মুখে দৃঢ় সংকল্প। বাতাসে ঘুরছে একটাই প্রশ্ন—বাংলা কি তবে মরবে? পাকিস্তানি শাসকের একতরফা সিদ্ধান্তে রাষ্ট্রভাষা হতে চলেছে শুধু উর্দু। বাংলার আত্মমর্যাদা, সংস্কৃতি ও আত্মপরিচয় যেন বিপন্ন।

বটগাছের ছায়ায় কেউ হাতে তুলে নিচ্ছে মাইক্রোফোন—গলার কাঁপুনিতে নয়, বুকে সাহসে। কেউ দেয়ালে লিখছে, “রাষ্ট্রভাষা বাংলা চাই”—তিনটি শব্দ, কিন্তু যেন শত বছরের দাবির মূর্ত প্রতীক। অন্য কেউ কবিতা পাঠ করছে—শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতিচারণ, নজরুলের বিদ্রোহী চেতনার উচ্চারণ। চারদিক থেকে জড়ো হওয়া ছাত্রদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে প্রতিবাদের সুর। শব্দগুলো একে একে রূপ নিচ্ছে দাবিতে, দাবি থেকে আন্দোলনে।

এই দিনগুলোতে গড়ে উঠছে ভাষা আন্দোলনের বীজ। এখানে প্রথম প্রতিরোধের ভাষা শোনা গেছে, প্রথম সংগঠিত চেতনার ঝলক দেখা গেছে। এ কোনো সামান্য সমাবেশ নয়—এ এক চেতনার জন্মস্থল, যেখানে ছাত্রদের গর্জনই হয়ে উঠেছে আগামীর দিক নির্দেশনা।

বটগাছের ছায়ায় এই যে গুঞ্জন—এটাই ছিল প্রতিরোধের সূচনা। এখান থেকেই জন্ম নেবে এক ইতিহাস, যার ফলশ্রুতিতে একুশে ফেব্রুয়ারি রক্তে লেখা হবে, আর বাংলা পাবে তার প্রাপ্য সম্মান—রাষ্ট্রভাষার মর্যাদা।


🔗 👉 পরবর্তী পর্ব পড়ুন  Click Here

Comments